কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
সহীহ দুআ ও যিক্র সুন্নাহতে প্রার্থনামূলক দুআ আবদুল হামীদ ফাইযী
দারিদ্র্য ও অভাবথেকে পানাহ চাইতে
اللّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাক্বরি অলক্বিল্লাতি অয্যিল্লাহ, অ আউযু বিকা মিন আন আযলিমা আউ উযলাম।
অর্থঃ হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট দারিদ্র্য, অভাব-অনটন ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর তোমার নিকট পানাহ চাচ্ছি, যাতে আমি অত্যাচার। করি ও অত্যাচারিত না হই। (আঃ দাঃ ২/৯১ সঃনাঃ ৩/১১১১, সঃ জামে’ ১২৭৮ নং)