সহীহ দুআ ও যিক্‌র সুন্নাহতে প্রার্থনামূলক দুআ আবদুল হামীদ ফাইযী
দ্বীন ও আনুগত্য চাইতে

১।

اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

উচ্চারণঃ-আল্লা-হুম্মা মুস্বাররিফাল কূলবি স্বাররিফ কুলুবানা আলাত্বা-আতিক।

অর্থঃ হে আল্লাহ! হে হৃদয়সমূহকে আবর্তনকারী! তুমি আমাদের হৃদয়সমূহকে তোমার আনুগত্যের উপর আবর্তিত কর। (মুঃ ৪/২০৪৫)

২।

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

উচ্চারণঃ ইয়ামুক্বাল্লিবাল কুলুবি সাব্বিত ক্বালবী আলা দনিক।

অর্থঃ হে হৃদয়সমূহকে বিবর্তনকারী! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ। (সঃ জামে’ ৬/৩০৯)