কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
সহীহ দুআ ও যিক্র প্রার্থনামূলক কুরআনী দুআ আবদুল হামীদ ফাইযী
২৬। অত্যাচারীদের হাত হতে রক্ষা পেতেঃ
رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
“রাব্বানা আখরিজনা মিন হা-যিহিল ক্বারয়্যাতি যা-লিমি আহলুহা, অজআল লানা মিল্লাদুন্কা ওয়ালিয়্যাউ অজআল লানা মিল্লাদুনকা নাস্বীরা।”
অর্থঃ হে আমাদের প্রতিপালক! এ অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে আমাদেরকে বাহির করে অন্যত্র নিয়ে যাও এবং তোমার নিকট হতে কাউকে আমাদের। অভিভাবক কর এবং তোমার নিকট হতে কাউকে আমাদের সহায় নিযুক্ত কর। (নিসাঃ ৫৭৫)
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
“রাব্বি নাজ্জিনী মিনাল ক্বাউমিয যা-লিমীন।”
অর্থঃ হে আমার প্রতিপালক! তুমি অত্যাচারী সম্প্রদায় হতে আমাকে রক্ষা কর। (ক্বাস্বাস্বঃ ২১)।