কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
সহীহ দুআ ও যিক্র কারো প্রশংসা করতে হলে আবদুল হামীদ ফাইযী
কারো প্রশংসা করতে হলে
কারো সার্টিফাই বা প্রশংসা করতে হলে এইরূপ বলতে হয়, অমুককে আমি এই মনে করি এবং আল্লাহই তার হিসাব গ্রহণকারী। আর আল্লাহর তকদীর ও জ্ঞানের উপর কারো প্রশংসা করি না। যেহেতু পরিণাম ও গুপ্ত বিষয় তো আল্লাহই জানেন, আমি ওকে এই মনে করি---।” অতঃপর জানা বিষয়ে তার প্রশংসা করবে। (মুঃ ৪/২২৯৬)