সহীহ দুআ ও যিক্‌র অশুভ ধারণা হলে আবদুল হামীদ ফাইযী
অশুভ ধারণা হলে

কিছু দেখে বা শুনে অশুভ ধারণা হলে বা ক্ষতি কিংবা অসাফল্যের আশঙ্কা হলে নিমের দুআ পড়বে,

اللهم لاَ طَيْرَ إلا طَيْرُكَ وَلاَ خَيْرَ إلا خَيْرُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ

উচ্চারণঃ আল্লা-হুম্মা লা ত্বাইরা ইল্লা ত্বইরুক, অলা খাইরা ইল্লা খাইরুক, অলা ইলা-হাগাইরুক।

অর্থঃ হে আল্লাহ! তোমার (সৃষ্ট) অশুভ ছাড়া অন্য কিছু অশুভ নেই, তোমার মঙ্গল ছাড়া অন্য কোন মঙ্গল নেই এবং তুমি ছাড়া কোন সত্য উপাস্য নেই। (আহমদ ২/২২০, সিঃ সহীহাহ ১০৬৫নং)।