সহীহ দুআ ও যিক্‌র ব্যাধিগ্রস্ত লোক দেখলে আবদুল হামীদ ফাইযী
ব্যাধিগ্রস্ত লোক দেখলে

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا

উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আ-ফা-নী মিম্মাবতালা-কা বিহী। অফায্বলালনী আলা কাসীরিম মিম্মান খালাক্বা তাফয্বীলা।

অর্থঃ আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি তোমাকে যে ব্যাধি দ্বারা পরীক্ষা করেছেন, তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তিনি যা সৃষ্টি করেছেন, তাদের। অনেকের থেকে আমাকে যথার্থ শ্রেষ্ঠত্ব দান করেছেন। (সহীহ তিরমিযী ৩/১৫৩)