লগইন করুন
ওযুর পূর্বে 'বিসমিল্লাহ' বলে ওযুশুরু করতে হয় এবং পরে নিম্নের দুআ পড়তে হয়।
أشْهَدُ أنْ لا إله إِلاَّ اللَّهُ وَحْدَهُ لا شَرِيك لَهُ ، وأشْهَدُ أنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَوَّابِينَ ، واجْعَلْني مِنَ المُتَطَهِّرِينَ
উচ্চারণঃ- আশহাদু আল লা ইলা-হা ইল্লাল্লা-হু অহদাহু লা শারীকা লাহ, অ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অরাসূলুহ। আল্লা-হুম্মাজআলনী মিনাততাওয়া-বীনা অজআলনী মিনাল মুতাত্বাহহিরীন।
অর্থ- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন অংশী নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) এর দাস ও প্রেরিত দূত (রসূল)। হে আল্লাহ! আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর।
এই দুআ ওযুর পর পড়লে জান্নাতের আটটি দরজা পাঠকারীর জন্য খােলা হয়। (মুঃ ১/২০৯, সহীহ তিরমিযী, আলবানী)
২। কাফফারাতুল মজলিসের দুআও এ স্থলে পড়া হয়। (আমালুল ইয়াউমি আল লাইলাহ, নাসাঈ ১৭৩ ইরওয়াউল গালীল ১৮১৩৫, ৩/৯৪)।