সহীহ দুআ ও যিক্‌র কাউকে নতুন কাপড় পরতে দেখলে আবদুল হামীদ ফাইযী
কাউকে নতুন কাপড় পরতে দেখলে

১। কেউ নতুন কাপড় পরেছে দেখলে তাকে সম্বোধন করে এই বলতে হয়,

تُبْلِـي وَيُخْلِفُ الله تَعَالَى (তুবলী অ য়ুখলিফুল্লা-হু তাআ-লা)

অর্থাৎ, পুরাতন কর। আল্লাহ তাআলা আরো দিক। (আবু দাউদ ৪/৪১)

২।

الْبَسْ جَدِيدًا، وَعِشْ حَمِيدًا، وَمُتْ شَهِيدًا

উচ্চারণঃ-ইলবাস জাদীদাউ অইশ হামীদাউ অ মুত শাহীদা।

অর্থঃ- নতুন কাপড় পরিধান কর, প্রশংসনীয়ভাবে জীবন কাটাও এবং শহীদ হয়ে মৃত্যুবরণ কর। (সহীহ ইবনে মাজাহ ২/২৭৫)