কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৩১৮. গৃহপালিত পশু কিংবা বাচ্চাদেরকে রাত্রের প্রথমাংশে নিজ নিজ ঘর থেকে বের হতে দেয়া

জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لَا تُرْسِلُوا فَوَاشِيَكُمْ وَصِبْيَانَكُمْ إِذَا غَابَتْ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْبَعِثُ إِذَا غَابَتْ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ

‘‘সূর্যাস্ত হওয়া মাত্রই তোমরা নিজ গৃহপালিত পশু ও বাচ্চাদেরকে ঘরের বাইরে ছেড়ে দিও না যতক্ষণ না রাত্রের প্রথমাংশ চলে যায়। কারণ, শয়তানগুলো সূর্যাস্ত হওয়া মাত্রই রাত্রের শুরুর দিকে এদিক ওদিক ছড়িয়ে পড়ে’’।[1]

>
[1] (মুসলিম, হাদীস ২০১৩ আবু দাউদ, হাদীস ২৬০৪)