কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৮০. জুমার দিন খুৎবা চলা কালীন সময় হাঁটু দু’টোকে উভয় হাত কিংবা কাপড় ইত্যাদি দিয়ে নিজ পেটের সাথে জড়িয়ে বসা
মু’আয্ বিন্ আনাস্ (রাহিমাহুল্লাহ্) তাঁর পিতা আনাস্ (রা.) থেকে বর্ণনা করেন তিনি বলেন:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْـحُبْوَةِ يَوْمَ الْـجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ
‘‘রাসূল (সা.) জুমার দিন খুৎবা চলা কালীন সময় হাঁটু দু’টোকে উভয় হাত কিংবা কাপড় ইত্যাদি দিয়ে নিজ পেটের সাথে জড়িয়ে বসতে নিষেধ করেছেন’’।[1]
কারণ, এভাবে বসলে অতি তাড়াতাড়ি ঘুম চলে আসবে।
[1] (আবু দাউদ, হাদীস ১১১০)