লগইন করুন
আবু ক্বাতাদাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْـمَسْجِدَ ، فَلاَ يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ
‘‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন দু’রাক’আত নামায আদায় না করে না বসে’’।[1]
জাবির বিন্ আব্দুল্লাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْـجُمُعَةِ، وَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَجَلَسَ، فَقَالَ لَهُ: يَا سُلَيْكُ! قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ، وَ تَجَوَّزْ فِيْهِمَا، ثُمَّ قَالَ: إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْـجُمُعَةِ، وَ الْإِمَامُ يَخْطُبُ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، وَ لْيَتَجَوَّزْ فِيْهِمَا
‘‘সুলাইক্ গাত্বাফানী (রা.) জুমার দিন মসজিদে ঢুকে তাড়াতাড়ি বসে পড়লেন যখন রাসূল (সা.) খুৎবা দিচ্ছিলেন। তখন রাসূল (সা.) তাকে উদ্দেশ্য করে বললেন: হে সুলাইক্! দাড়াও। সংক্ষিপ্তাকারে দু’ রাক্’আত নামায পড়ে নাও। অতঃপর রাসূল (সা.) ব্যাপকভাবে সবাইকে উদ্দেশ্য করে বললেন: তোমাদের কেউ খুৎবা চলাকালীন মসজিদে প্রবেশ করলে সে যেন সংক্ষিপ্তাকারে দু’ রাক্’আত নামায পড়ে নেয়’’।[2]
[2] (মুসলিম, হাদীস ৮৭৫)