কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৭৫. সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয় এমন লেংড়া, কানা, রোগা কিংবা অত্যন্ত দুর্বল পশু দিয়ে কুরবানি দেয়া

বারা’ বিন্ ’আযিব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) ইরশাদ করেন:

لَا يُضَحَّى بِالْعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا وَلَا بِالْعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا وَلَا بِالْـمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا وَلَا بِالْعَجْفَاءِ الَّتِي لَا تُنْقِيْ

‘‘সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয় এমন লেংড়া, কানা, রোগা ও অত্যন্ত দুর্বল পশু দিয়ে কুরবানি দেয়া যাবে না’’।[1]

>
[1] (তিরমিযী, হাদীস ১৪৯৭)