কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২১৭. কোন বাচ্চার আক্বীক্বা শেষে আক্বীক্বার পশুটির রক্ত তার মাথায় লাগিয়ে দেয়া

ইয়াযীদ মুযানী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

يُعَقُّ عَنِ الْغُلاَمِ ، وَلاَ يُمَسُّ رَأْسُهُ بِدَمٍ

‘‘বাচ্চার পক্ষ থেকে আক্বীক্বা দেয়া হবে ঠিকই তবে তার মাথার চুল উক্ত রক্তে রাঙ্গানো যাবে না’’।[1]

>
[1] (ইবনু মাজাহ্, হাদীস ৩২২৫)