কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ২০৭. আল্লাহ্ তা’আলার নিজস্ব সত্তা নিয়ে কারোর চিন্তা-ভাবনা করা      
      
   
      আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
تَفَكَّرُوْا فِيْ آلاَءِ اللهِ ، وَلاَ تَفَكَّرُوْا فِيْ اللهِ عَزَّ وَجَلَّ
‘‘তোমরা আল্লাহ্ তা’আলার নিয়ামত সমূহ নিয়ে সর্বদা চিন্তা-ভাবনা করো। তবে তাঁর নিজস্ব সত্তা নিয়ে কখনো তোমরা চিন্তা-ভাবনা করো না’’।[1]
> [1] (ত্বাবারানী/আওসাত্ব, হাদীস ৬৪৫৬ বায়হাক্বী/শু’আবুল ঈমান ১/৭৫)