কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ১৬৫. কোন নামাযের ইমামতি করতে গিয়ে ইমাম সাহেবের মুক্বতাদীদের তুলনায় আরো উঁচু জায়গায় দাঁড়ানো      
      
   
      ’হুযাইফাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا أَمَّ الرَّجُلُ الْقَوْمَ ؛ فَلاَ يَقُمْ فِيْ مَكَانٍ أَرْفَعَ مِنْ مَكَانِهِمْ
‘‘কেউ কারোর নামাযের ইমামতি করতে গেলে সে যেন তাদের চাইতে আরো উঁচু জায়গায় না দাঁড়ায়’’।[1]
> [1] (আবু দাউদ, হাদীস ৫৯৮)