কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৫০. কারোর দু’টি কাপড় থাকা সত্ত্বেও তার একই কাপড়ে নামায পড়া

বুরাইদাহ্ বিন্ ’হুস্বাইব্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ فِيْ لِحَافٍِ لاَ يَتَوَشَّحُ بِهِ ، وَأَنْ يُصَلِّيَ الرَّجُلُ فِيْ سَرَاوِيْلَ وَلَيْسَ عَلَيْهِ رِدَاءٌ

‘‘রাসূল (সা.) কাপড়ের কিছু অংশ বাম কাঁধে বেঁধে রাখা ছাড়া কাউকে একই কাপড়ে নামায পড়তে নিষেধ করেছেন। তেমনিভাবে তিনি নিষেধ করেছেন চাদর বা জামা ছাড়া শুধু পাজামা পরেই কাউকে নামায পড়তে’’।[1]

>
[1] (আবু দাউদ, হাদীস ৬৩৬)