কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৩৬. কোন কাফিরকে তার কোন নিকট আত্মীয় মুসলমানের ওয়ারিসি সম্পত্তি দেয়া কিংবা কোন মুসলমানের তার কোন নিকট আত্মীয় কাফিরের ওয়ারিসি সম্পত্তি নেয়া
উসামাহ্ বিন্ যায়েদ্ (রাযিয়াল্লাহু ’আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَرِثُ الْـمُسْلِمُ الْكَافِرَ ، وَلاَ الْكَافِرُ الْـمُسْلِمَ
‘‘কোন মুসলমান কোন কাফিরের ওয়ারিসি সম্পত্তি পাবে না। তেমনিভাবে কোন কাফিরও কোন মুসলমানের ওয়ারিসি সম্পত্তি পাবে না’’।[1]
আব্দুল্লাহ্ বিন্ ’আমর (রাযিয়াল্লাহু ’আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَتَوَارَثُ أَهْلُ مِلَّتَيْنِ شَتَّى
‘‘দু’ ভিন্ন ধর্মীয় মতাবলম্বী লোক একে অপরের মিরাস পাবে না’’।[2]
> [1] (বুখারী, হাদীস ৬৭৬৪ মুসলিম, হাদীস ১৬১৪ আবু দাউদ, হাদীস ২৯০৯)
[2] (আবু দাউদ, হাদীস ২৯১১)
[2] (আবু দাউদ, হাদীস ২৯১১)