কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১২৪. নামাযের বৈঠকে কিংবা অন্য কোন সময় ’আসসালামু ’আলাল্লাহ্’ তথা আল্লাহ্ তা’আলার উপর শান্তি বর্ষিত হোক এমন বলা
আব্দুল্লাহ্ বিন্ মাস্’ঊদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমরা রাসূল (সা.) সাথে নামায পড়ার সময় বসাবস্থায় বলতাম: ’’আস্সালামু ’আলাল্লাহি ক্বব্লা ’ইবা-দিহী’’ তথা সর্ব প্রথম আল্লাহ্ তা’আলার উপর শান্তি বর্ষিত হোক অতঃপর তাঁর বান্দাহ্দের উপর। রাসূল (সা.) তা শুনে বললেন:
لاَ تَقُوْلُوْا : السَّلاَمُ عَلَى اللهِ ؛ فَإِنَّ اللهَ هُوَ السَّلاَمُ ، وَلَكِنْ إِذَا جَلَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ : التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ...
‘‘তোমরা আল্লাহ্ তা’আলার উপর শান্তি বর্ষিত হোক এমন বলো না। কারণ, আল্লাহ্ তা’আলাই তো নিজেই শান্তি বর্ষণকারী। বরং তোমরা যখন বসবে তখন বলবেঃ ’’আত্তাহিয়্যাতু লিল্লাহি ...’’ তথা সকল মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদাত একমাত্র আল্লাহ্ তা’আলারই জন্য’’।[1]
> [1] (আবু দাউদ, হাদীস ৯৬৮ ইবনু মাজাহ্, হাদীস ৯০৭)