কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১২০. পাপের কাজে কারোর আনুগত্য করা

আলী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ طَاعَةَ فِيْ الْـمَعْصِيَةِ ، إِنَّمَا الطَّاعَةُ فِيْ الْـمَعْرُوْفِ

‘‘পাপের কাজে কারোর আনুগত্য চলবে না। মূলতঃ কারোর আনুগত্য চলবে শুধুমাত্র পুণ্যের কাজেই’’।[1]

আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ طَاعَةَ لِمَنْ لَمْ يُطِعِ اللهَ

‘‘যে ব্যক্তি কোন ব্যাপারে আল্লাহ্ তা’আলার আনুগত্য করছে না সে ব্যাপারে তার আনুগত্য কোনভাবেই চলবে না’’।[2]

>
[1] (বুখারী, হাদীস ৭২৫৭ মুসলিম, হাদীস ১৮৪০)

[2] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৭৫২১)