কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১০৬. কখনো কোন অঘটন ঘটলে শয়তান ধ্বংস হোক এমন বলা
আবুল্-মালী’হ্ (রাহিমাহুল্লাহ্) জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন তিনি বলেনঃ আমি একদা নবী (সা.) পিছনে একই উটে আরোহণ করছিলাম। এমতাবস্থায় একটি উট পা পিছলে পড়ে গেলো। তখন আমি বললাম: শয়তান ধ্বংস হোক। নবী (সা.) বললেন:
لاَ تَقُلْ : تَعِسَ الشَّيْطَانُ ! فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ ؛ تَعَاظَـمَ حَتَّى يَكُـوْنَ مِثْلَ الْبَيْتِ ، وَيَقُوْلُ : بِقُوَّتِيْ ، وَلَكِنْ قُلْ : بِسْمِ اللهِ ؛ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ ؛ تَصَاغَرَ حَتَّى يَكُوْنَ مِثْلَ الذُّبَابِ
‘‘শয়তান ধ্বংস হোক এমন কথা বলো না। কারণ, সে এমন কথা বললে ফুলতে শুরু করে। এমনকি ফুলতে ফুলতে সে একদা ঘরের মতো হয়ে যায় এবং সে বলে: আমি নিজ ক্ষমতা বলেই এমন করেছি। বরং তুমি বলবেঃ ’’বিস্মিল্লাহ্’’। কারণ, এমন বললে সে চুপসে যায়। এমনকি চুপসে চুপসে সে একদা মাছির মতো হয়ে যায়’’।[1]
> [1] (আহমাদ্, হাদীস ১৯৭৮২ আবু দাউদ, হাদীস ৪৯৮২)