কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৭৩. ঔষধের জন্য ব্যাঙ হত্যা করা

আব্দুর রহমান বিন্ ’উসমান তাইমী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ الضِّفْدَعِ لِلدَّوَاءِ

‘‘রাসূল (সা.) ঔষধের জন্য ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন’’।[1]

>
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৬৯৭১)