কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
                  
        
      লগইন করুন
 কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ৫৮. বিবাহ্-শাদি, তালাক ও গোলাম স্বাধীন করা নিয়ে খেল-তামাসা করা      
      
   
      ফুযালাহ্ বিন্ ’উবাইদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
ثَلاَثٌ لاَ يَجُوْزُ اللَّعِبُ فِيْهِنَّ : الطَّلاَقُ وَالنِّكَاحُ وَالْعِتْقُ
‘‘তিনটি বস্ত্ত নিয়ে খেল-তামাসা করা জায়িয নয়। সে বস্ত্ত তিনটি হচ্ছে তালাক, বিবাহ্-শাদি এবং গোলাম স্বাধীন করা’’।[1]
> [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৩০৪৭)