সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ ষষ্ঠ অধ্যায়: ঈদের সালাত ইসলামহাউজ.কম
ঈদের দিন বর্শা সামনে পুতে সালাত আদায় করা

ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত,

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ تُرْكَزُ الحَرْبَةُ قُدَّامَهُ يَوْمَ الفِطْرِ وَالنَّحْرِ، ثُمَّ يُصَلِّي»

“ঈদুল ফিতর ও কুরবানীর দিন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্শা পুতে দেওয়া হতো। তারপর তিনি সালাত আদায় করতেন।”[1]

>
[1] সহীহ বুখারী, হাদীস নং ৯৭২।