কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান অভিধানের সংক্ষিপ্তরূপ ইসলামহাউজ.কম
واو - ২

وَازِرَةٌ বহনকারী, ভারবাহী

وَزَرٌ جل أَوْزَارٌ আশ্রয়স্থল, পানাহ

وَزِيْرٌ جل وُزَرَاءُ উযির, মন্ত্রী

أَوْزَعَ <وزع কুচকাওয়াজ করা, শক্তি যোগানো, অনুকূল করা

وَزَنَ [ض]، وَزْنًا <وزن ওজন করা, মাপা

مَوْزُوْنٌ পরিমিত, সুষম

مِيْزَانٌ ج مَوَازِينُ মাপযন্ত্র

وَسَطَ [ض] <وسط মাঝখানে ঢুকে পড়া

وَسَطٌ جل أَوْسَاطٌ মধ্যমপন্থী

أَوْسَطُ، وُسْطَى মধ্যম

وَسِعَ [س] <وسع প্রশস্ত হওয়া

وُسْعٌ প্রশস্ততা, সাধ্য, সামর্থ্য

وَاسِعٌ مث وَاسِعَةٌ প্রশস্তকারী

سَعَةٌ প্রাচুর্য, প্রশস্ততা

مُوْسِعٌ প্রাচুর্য লাভকারী, ধনী

وَسَقَ [ض] <وسق আচ্ছন্ন করা, ধারণ করা

اتَّسَقَ পূর্ণ হওয়া, ঘিরে ফেলা

وَسِيْلَةٌ جل وَسَائِلُ <وسل মাধ্যম, উপায়, ওসিলা

وَسَمَ [ض] <وسم পোড়া দাগ দেওয়া

مُتَوَسِّمٌ নিরীক্ষণকারী

سِنَةٌ <وسن তন্দ্রা, ঝিমুনি

وَسْوَسَ <وسوس কুমন্ত্রণা দেওয়া

وَسْوَاسٌ وَسَاوِيْسُ কুমন্ত্রণাদাতা

شِيَةٌ مص <وشي দাগ, কলঙ্ক, দোষত্রুটি

وَاصِبٌ <وصب চিরস্থায়ী, বিরামহীন

وَصِيْدٌ جل وُصُدٌ <وصد প্রবেশপথ, চৌকাট

مُؤْصَدَةٌ বন্দি, আবদ্ধ, বেষ্টনী

وَصَفَ [ض]، وَصْفٌ <وصف বর্ণনা করা

وَصَلَ [ض] <وصل পৌঁছা, নাগাল পাওয়া

وَصَّلَ উপর্যুপরি পাঠানো

وَصِيْلَةٌ جل وَصَائِلُ দেবীর নামে উৎসর্গিত উট

وَصَّى، تَوْصِيَةٌ، أَوْصَى <وصي ওসিয়ত করা, নির্দেশ দেওয়া

تَوَاصَى পরস্পরে পরামর্শ করা, সদুপদেশ দেওয়া

مُوصٍ ওসিয়তকারী

وَصِيَّةٌ جل وَصَايَا ওসিয়ত, উপদেশ

وَضَعَ [ف] <وضع রাখা, স্থাপন করা

أَوْضَعَ ঘোড়া দৌঁড়ানো

مَوَاضِعُ و مَوْضِعٌ স্থান, রনাঙ্গন

مَوْضُوعَةٌ স্থাপিত, রক্ষিত

مَوْضُونَةٌ <وضن সুউচ্চ, অলঙ্কৃত

وَطَأَ [ف]، وَطْئًا <وطأ পদদলিত করা

وَاطَأَ সমন্বয় করা

مَوْطِئٌ পথ, রাস্তা, চলার স্থান

وَطَرٌ جل أَوْطَارٌ <وطر কামনা, প্রয়োজন

مَوَاطِنُ و مَوْطِنٌ <وطن বাসস্থান, স্থান

وَعَدَ [ض]، وَعْدٌ، وَاعَدَ <وعد ওয়াদা করা, প্রতিজ্ঞা করা, চুক্তি করা

تَوَاعَدَ পরস্পরে ওয়াদা করা

وَعِيدٌ، مَوْعُودٌ প্রতিশ্রুতি, প্রতিশ্রুত, হুমকি

مَوْعِدٌ مث مَوْعِدَةٌ، مِيْعَادٌ ওয়াদা, প্রতিশ্রুত সময়

وَعَظَ [ض] <وعظ ওয়াজ করা

وَاعِظٌ ওয়ায়েজ, উপদেশদাতা

مَوْعِظَةٌ ওয়াজ, উপদেশবাণী

وَعَى [ض] <وعي মনে রাখা, সংরক্ষণ করা

أَوْعَى সংরক্ষণ করা

وَاعِيَةٌ রক্ষাকারী, শ্রুতিধর

وِعَاءٌ ج أَوْعِيَةٌ থলে, বস্তা

وَفْدٌ جل وُفُوْدٌ <وفد প্রতিনিধি, দলে দলে, দূত

مَوْفُورٌ <وفر পরিপূর্ণ, ভরপুর

أَوْفَضَ <وفض দৌঁড়ানো, ত্বরা করা

وَفَّقَ، تَوْفِيقًا <وفق অনুকূল করা, তাউফিক দেওয়া

وِفَاقٌ مص আনুকূল্য, যথাযোগ্য