লগইন করুন
غَابِرٌ <غبر পশ্চাদ্বর্তী, পরবর্তী, অনুগামী, পেছনে পড়া ৭:৮৩
غَبَرَةٌ اج ধূলাবালি, মলিনতা, ধূলো, ধূলি, ময়লা, আবর্জনা ৮০:৪০
التَّغَابُنُ <غبن হারজিত, লোকসান, লস, পরাজয়, কিয়ামত, আখেরাত ৬৪:৯
غُثَاءٌ جل أَغْثَاءُ <غثو আবর্জনা, খড়কুটা, জঞ্জাল, ময়লা, ধূলাবালি, টুকরা-টুকরা ২৩:৪১
غَادَرَ <غدر ফেলে রাখা, ত্যাগ করা, বাদ দেওয়া, ছেড়ে দেওয়া, পেছনে ফেলা ১৮:৪৭
غَدَقٌ مص <غدق পর্যাপ্ত বৃষ্টি, মূষলধারা, প্রচুর পানি, ভারিবর্ষণ ৭২:১৬
غَدَا [ن]، غُدُوًّا <غدو প্রভাত করা, প্রাতে যাওয়া, প্রভাতে আসা, সকালে বের হওয়া, সকালে যাওয়া ৬৮:২২
غَدًا আগামীকাল, কালকিয়ামত, প্রাতে চলা, সকালে অতিক্রম করা ৩৪:১২
غُدُوٌّ، غَدَاةٌ প্রভাত, প্রাতঃকাল, উষাকাল, উষা, প্রত্যুষ, সকাল ১৩:১৫
غَدَاءٌ جل أَغْدِيَةٌ সকালের খানা, নাস্তা, প্রাতঃরাশ, পথ্য, খাবার ১৮:৬২
غَرَبَ [ن]، غُرُوبٌ <غرب অস্ত যাওয়া, অস্তমিত হওয়া, সূর্যাস্ত হওয়া, সূর্য ডোবা ১৮:১৭
مَغْرِبٌ ج مَغَارِبُ মাগরিব, সূর্যাস্তের স্থান, সূর্যাস্তের সময়, অস্তাচল, পশ্চিমদিক, পাশ্চাত্য, পশ্চিমাঞ্চল ১৮:৮৬
الْمَغْرِبَيْنِ শীত-গ্রীষ্মের অস্তাচলদ্বয় ৫৫:১৭
غَرْبِيٌّ مث غَرْبِيَّةٌ পশ্চিমা, পাশ্চাত্য, প্রতীচ্যের, পশ্চিমের, পশ্চিমদিকস্থ, পশ্চিমমুখী ২৮:৪৪
غُرَابٌ جل أَغْرِبَةٌ কালো কাক, বায়স ৫:৩১
غَرَابِيبُ و غِرْبِيْبٌ নিকষ কালো, গাড় কালো, কুচকুচে, মিশকালো ৩৫:২৭
غَرَّ [ن]، غُرُورٌ <غرر ধোঁকা দেওয়া, প্রতারিত করা, প্রবঞ্চিত করা ৭:২২
غَرُورٌ ধোঁকাবাজ, প্রতারক, প্রবঞ্চক, শঠ ৩১:৩৩
اغْتَرَفَ <غرف অঞ্জলি ভরে নেওয়া, অঞ্জলিতে পানি নেওয়া ২:২৪৯
غُرْفَةٌ جل غِرَافٌ এক অঞ্জলি পানি ২:২৪৯
غُرَفٌ، غُرُفَاتٌ و غُرْفَةٌ কামরা, কক্ষ, বালাখানা, প্রকোষ্ঠ, প্রাসাদ ২৫:৭৫
أَغْرَقَ <غرق ডোবানো, নিমজ্জিত করা, চুবানো, তলিয়ে দেওয়া, সলিলসমাধিস্থ করা ২৬:৬৬
غَرْقٌ، غَرَقٌ ডোবা, নিমজ্জন, ডোবানি, নিমজ্জিত হওয়া ৭৯:১
مُغْرَقٌ নিমজ্জিত, জলমগ্ন, তলায়মান, সলিলসমাধিস্থ ১১:৩৭
غَارِمٌ، مُغْرَمٌ <غرم ঋণগ্রস্ত, ঋণে ভারাক্রান্ত, ক্ষতিগ্রস্ত, জরিমানাদাতা ৯:৬০
غَرَامٌ ص জরিমানা, ধ্বংসাত্মক, কষ্টকর ২৫:৬৫
مَغْرَمٌ ঋণ, কর্য, ধার, দেনা, ক্ষতি, জরিমানা, লোকসান ৫২:৪০
أَغْرَي <غري লেলিয়ে দেওয়া, প্ররোচনা দেওয়া ৫:১৪
غَزْلٌ جل غُزُوْلٌ <غزل তাঁতের সূতাপূর্ণ চরকা ১৬:৯২
غُزًّى و غَازٍ <غزو যোদ্ধা, মুজাহিদ, যুদ্ধরত ৩:১৫৬
غَاسِقٌ <غسق অন্ধকার রাত, আঁধার রজনি, অন্ধকারে আগত বিপদাপদ ১১৩:৩
غَسَقٌ আঁধার নামা, অন্ধকারাচ্ছন্ন হওয়া, অন্ধকার, তমাসা ১৭:৭৮
غَسَّاقٌ পুঁজ, দোজখিদের দেহনির্গত পুঁজপানি ৩৮:৫৭
غَسَلَ [ض] <غسل ধোয়া, ধৌত করা, প্রক্ষালন করা, ধোলাই করা ৫:৬
اغْتَسَلَ গোসল করা, গা ধোয়া, ¯œান করা ৪:৪৩
مُغْتَسَلٌ গোসলের পানি, গোসলখানা, ¯œানাগার, হাম্মাম, হাম্মামখানা ৩৮:৪২
غِسْلِينٌ পুঁজবৃক্ষ, দোজখিদের পুঁজ ধোয়া টগবগে পানি, অত্যন্ত গরম পানি ৬৯:৩৬
غَشِيَ [س]، غَشَّى، أَغْشَي <غشي ঢেকে নেওয়া, আচ্ছন্ন করা, আচ্ছাদিত করা, আবৃত করা, আবরিত করা, আচ্ছাদন ফেলা, ঢাকনা দেওয়া ২০:৭৮
تَغَشَّا ঢেকে নেওয়া, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, সহবাস করা ৭:১৮৯
اسْتَغْشَى কাপড় জড়ানো, আবরণে ঢাকা, আবরণ ফেলা, পর্দা ফেলা ৭১:৭
غَاشِيَةٌ ج غَوَاشٍ সর্বগ্রাসী আবরণ, কিয়ামত, বিপদ, আচ্ছাদনকারী শাস্তি ৭:৪১
غِشَاوَةٌ পর্দা, ঢাকনা, আবরণ, আচ্ছাদন, অন্তরাল, আড়াল ২:৭
الْمَغْشِيُّ আচ্ছাদিত, আবরিত, আচ্ছন্ন, আবৃতমস্তিষ্ক, বেহুশ, মূর্ছিত, মূর্ছাপ্রাপ্ত, সংজ্ঞাহীন ৪৭:২০
غَصْبٌ <غصب ছিনিয়ে নেওয়া, ছিনতাই করা, জোরপূর্বক নেওয়া, শোষণ করা ১৮:৭৯
غُصَّةٌ جل غُصَصٌ <غصص ক্রোধ, রাগ
طَعَامًا ذَا غُصَّةٍ ক্রোধোদ্দীপক খাদ্য, রাগোদ্রেককর খাদ্য, কাঁটাযুক্ত খাদ্য, যে খাদ্য গলায় আটকে যায় ৭৩:১৩