লগইন করুন
اسْتَوَى উপরে উঠা, বরাবর হওয়া, মনোনিবেশ করা, স্থির হওয়া, যথার্থ হওয়া, পূর্ণতা লাভ করা, সমকক্ষ হওয়া, আরোহণ করা ২:২৯
اسْتَوَى على العرش আরশের উপর উঠা ৭:৫৪
سُوَى সমতল, সমভূমি ২০:৫৮
سَوَاءٌ جل أَسْوَاءُ সমান, সমতুল্য, সমরূপ, এক রকম, একই রকম, বরাবর, যথাযথ, মধ্যভাগ, মধ্যস্থল, মাঝখান ২:৬
سَوِيٌّ ص সুঠামদেহী, সরলপথ, সমতল, সঠিক, যথার্থ, যথাযথ ২০:১২৫
السَّاهِرَة <سهر সমতল ময়দান, সরলপ্রান্তর ৭৯:১৪
سُهُولٌ و سَهْلٌ <سهل নরম সমভূমি ৭:৭৪
سَاهَمَ <سهم লটারি করা, ভাগ্যপরিক্ষা করা, কিছু নিক্ষেপ করে লটারি করা ৩৭:১৪১
سَاهٍ <سهو উদাসীন, অন্যমনস্ক, অমনোযোগী, আপনভোলা, আত্মভোলা, ভুলো, যে ভুলে থাকে ৫১:১১
سَائِبَةٌ <سيب ধারাবাহিক দশবার মাদী বাচ্চা প্রসবীনী কানকাটা বাঁধনমুক্ত মানতের উটনী, দেবীর নামে ছাড়া পশু ৫:১০৩
سَاحَ [ض] <سيح সফর করা, পরিভ্রমণ করা, ঘুরে বেড়ানো ৯:২
سَائِحٌ রোজাদার মুসাফির, অনাহারে ভ্রমণকারী ৯:১১২
سَارَ [ض]، سَيْرًا <سير সফর করা, ভ্রমণ করা, পর্যটন করা, চলা, চলমান হওয়া, বেড়ানো, বিহার করা ৫২:১০
سَيَّرَ গতিশীল করা, চালানো, চলমান করা ১৩:৩১
سِيرَةٌ جل سِيَرٌ জীবনের গতি, জীবন চরিত, স্বভাব, চরিত্র, প্রকৃতি ২০:২১
سَيَّارَةٌ جل سَيَّارَاتٌ কাফেলা, যাত্রীদল, ভ্রমণকারী, অভিযাত্রীদল ৫:৯৬
مُصَيْطِرٍ، مُسَيْطِرٍ <سيطر প্রহরী, পাহারাদার, দারোগা, শাসক, নিয়ন্ত্রক, নিয়ন্তা, তত্ত্বাবধায়ক ৮৮:২২
سَالَ [ض] <سيل প্রবাহিত হওয়া, ¯্রােতোময় হওয়া, বয়ে চলা ১৩:১৭
أَسَالَ প্রবাহিত করা, বহমান করা ৩৪:১২
سَيْلٌ جل سُيُوْلٌ প্রবাহ, শ্রোত, বন্যা ১৩:১৭
سَيْنَاء، سِيْنِيْنَ <سين সিরিয়ায় অবস্থিত তুর পর্বতের সিনাই উপত্যকা ২৩:২০