লগইন করুন
رَوَاكِد و رَاكِدٌ <ركد অচল, স্থির, নিশ্চল, অবরুদ্ধ, গতিহীন, শ্রোতহীন, নিথর ৪২:৩৩
رِكْزٌ <ركز মৃদুস্বর, সাড়াশব্দ, অনুচ্চকণ্ঠ, ক্ষীণকণ্ঠ, স্বল্পাওয়াজ, ভনভনানি ১৯:৯৮
أَرْكَسَ <ركس ঘুরিয়ে দেওয়া, উল্টে দেওয়া, ফিরানো, রত করা, লিপ্ত করা, নিপতিত করা ৪:৮৮
رَكَضَ <ركض দৌড়নো, দ্রুত চলা, দৌড়ে পালানো, পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া, পা চালানো, পদাঘাত করা, লাথি মারা, পা ফেলা ২১:১২
رَكَعَ [ف] <ركع মাথা ঝোঁকানো, মাথা নোয়ানো, নত হওয়া, রুকু করা, নামাজ পড়া ৭৭:৪৮
رَاكِعٌ ج رُكَّعٌ রুকুকারী, নামাজি, নামাজ আদায়কারী ২:৪৩
رَكَمَ [ن] <ركم একত্র করা, স্তুপীকৃত করা, পুঞ্জিত করা, পুঞ্জীভূত করা, রাশীকৃত করা ৮:৩৭
رُكَامٌ، مَرْكُومٌ পুঞ্জীভূত, একত্র, স্তরে স্তরে সন্নিবেশিত, স্তরবিশিষ্ট ২৪:৪৩
رَكَنَ [ف] <ركن ঝোঁকা, আকৃষ্ট হওয়া, ধাবিত হওয়া ৪:১২
رُكْنٌ جل أَرْكَانٌ যার প্রতি সবাই ঝুঁকে থাকে, স্তম্ভ, খুঁটি, প্রতাপ, ভাবমর্যাদা, ক্ষমতা, সভাসদ, পাত্রমিত্র ১১:৮০
رِمَاحٌ و رُمْحٌ <رمح বর্শা, বল্লভ, বল্লম, নেজা ৫:৯৪
رَمَادٌ جل أَرْمِدَةٌ <رمد ছাই, ভস্ম, ছার, খাক, ছাইপাঁশ ১৪:১৮
رَمْزٌ جل رُمُوْزٌ <رمز ইশারা, আকার, ইঙ্গিত, সঙ্কেত ৩:৪১
رَمَضَانَ <رمض রমজান : হিঃ নবম মাস, রোজার মাস ২:১৮৫
رَمِيمٌ ص <رمم পুরাতন হওয়ার কারণে প্রতিটি জোড়া আলাদা হয়ে খুলে পড়া, ঝুরঝুরে অস্থি, ক্ষয়প্রাপ্ত হাড়, বিগলিত, জীর্ণশীর্ণ, চূর্ণবিচূর্ণ, ঝুরিঝুরি, ঝুরঝুরে, ছাতুছাতু, গুড়াগুড়া ৩৬:৭৮
رُمَّانٌ اج <رمن আনার, ডালিম, দাড়িম্ব, বেদানা ৬:৯৯
رَمَى [ض] <رمي নিক্ষেপ করা. ছুড়ে মারা, আন্দাজে কথা বলা, অপবাদ দেওয়া, দোষারোপ করা ৮:১৭
أَرَاحَ <روح বিকেলে ফিরিয়ে আনা, সন্ধায় ফিরিয়ে আনা ১৬:৬
رَوَاحٌ বিকেল ভ্রমণ, সন্ধায় ভ্রমণ, সান্ধ্যবিহার, বিকালের গতিপথ ৩৪:১২
رَوْحٌ স্বাচ্ছন্দ্য, সুখ, আনন্দ, বিনোদন, দয়া, অনুগ্রহ রহমত, করুণার বায়ু, সুশীতল বায়ু ১২:৮৭
رَيْحَانٌ جل رَيَاحِيْنُ রাইহান ফুল, সুবাস, সুঘ্রাণ, রিজিক ৫৬:৮৯
رُوحٌ جل أَرْوَاحٌ রূহ, আত্ম, প্রাণ, প্রাণশক্তি, মহাপ্রাণ, ওহী, কুরআন, ফেরেশতা ১৭:৮৫
رُوحُ القدس জিবরাইল আলাইহিস সালামের উপাধি, পবিত্রাত্মা ১৬:২
رِيحٌ ج الرِّيَاحُ বাতাস, বায়ু, হাওয়া, সমীরণ, শক্তি, সাহস, শ্বাস ১০:২২
أَرَادَ <رود কামনা করা, চাওয়া, অভিপ্রায় করা, আকাঙ্ক্ষা করা, মনস্থ করা ২:২৬
رَاوَدَ ফুসলানো, অভিপ্রেত করা, ইচ্ছানুরূপ করা, আশাবদ্ধ করা ১২:২৬
رُوَيْدًا ইচ্ছামত চলতে দাও, সুযোগ দাও, অবকাশ দাও ৮৬:১৭
رَوْضَة ج رَوْضَاتٌ <روض বাগান, উদ্যান, কানন, কুঞ্জ, বাগিচা ৩০:১৫
رَوْعٌ مص <روع ভয়, ভীতি, শঙ্কা, ত্রস্ততা ১১:৭৪
رَاغَ [ن] <روغ গোপনে প্রবেশ করা, চুপিসারে প্রবেশ করা, যাওয়া, ঢোকা, গোপনে আক্রমণ করা, হানা দেওয়া, ঝাপিয়ে পড়া ৩৭:৯১
الرُّومُ <روم রোম নগরী, ইটালির রাজধানী, রোমান, ইটালিয়ান, গ্রীক ৩০:২
رَهَبَ [ف] <رهب ভয় করা, ভয় পাওয়া, পরোয়া করা ২:৪০
أَرْهَبَ، اسْتَرْهَبَভয় দেখানো, ভীতিপ্রদর্শন করা, হুমকি দেওয়া, ত্রাস সৃষ্টি করা, ভীত বানানো ৮:৬০
رَهْبٌ، رَهْبَةٌ، رَهَبٌ مص ভয় করা, আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা, উচাটন ২৮:৩২
رُهْبَانٌ و رَاهِبٌ গম্ভীর, খৃষ্টান তপস্বী, বিশপ, রাহিব, পাদ্রী, তাপস, সন্ন্যাসী, বৈরাগী, বিরাগী, সংসারত্যাগী, যোগী, ঋষি, মুনি, সাধু ৫:৮২
رَهْبَانِيَّةٌ বৈরাগ্য, সর্বত্যাগ, তাপস্য, উপরতি ৫৭:২৭
رَهْطٌ جل أَرْهَاطٌ <رهط পরিবার, সম্প্রদায়, দল, জামাত, জনসমষ্টি ১১:৯১
رَهَقَ [ف] <رهق আচ্ছন্ন করা, আবৃত করা, ছেয়ে ফেলা, পেয়ে বসা, আপতিত হওয়া ১০:২৬
أَرْهَقَ বিপদে ফেলা, বিপদগ্রস্ত করা, আপতিত করা, কঠোরতা করা, বাড়াবাড়ি করা ১৮:৭৩
رَهَقًا বিপদাচ্ছন্ন হওয়া, বিপদ, জুলুম, অন্যায় ৭২:৬
رَهِينٌ، رَهِينَةٌ <رهن রেহান, আবদ্ধ, বন্ধক, বন্ধকী, রেহানাবদ্ধ, জামিন, দায়িত্বশীল, দায়ী, পণবন্দী, বন্ধকস্বরূপ ৫২:২১
رِهَانٌ و رِهْنٌ বন্ধক রাখা, বন্ধক, জামিন, বন্ধকী সম্পদ ২:২৮৩
رَهْوٌ مص <رهو শান্ত, নিশ্চল, স্থির, নিস্তরঙ্গ, তরঙ্গহীন ৪৪:২৪
ارْتَابَ <ريب সন্দেহ করা, সন্দেহে পড়া, সন্দিহান হওয়া, দ্বিধাগ্রস্ত হওয়া, সন্দিগ্ধ হওয়া, সংশয়ান্বিত হওয়া ২৯:৪৮
رَيْبٌ، رِيبَةً সন্দেহ, সংশয়, অবিশ্বাস, সন্দিগ্ধতা, অস্পষ্টতা, ধাঁধা ২:২
مُرِيبٌ দ্বিধাসৃষ্টিকারী, সন্দিহানকারী, সন্দিগ্ধকারী, সন্দেহসৃষ্টিকারী, সংশয়াপন্নকারী, সন্দেহজাগ্রতকারী ১১:৬২
مُرْتَابٌ সন্দেহকারী, সংশয়ী, সন্দিহান ৪০:৩৪
رِيشٌ جل رِيَاشٌ <ريش সৌন্দর্যের পোশাক, সাজসজ্জার বস্ত্র, সম্পদ, সৌন্দর্য, জামজমকতা, জৌলুশতা, আড়ম্বরতা ৭:২৬
رِيعٌ و رِيْعَةٌ <ريع টিলা, পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চস্থান ২৬:১২৮
رَانَ [ض] <رين মরিচা ধরানো, জং ধরানো, ঘুনে ধরানো, কলুষিত করা ৮৩:১৪