লগইন করুন
مُدْرَكٌ ধৃত, নাগালাবদ্ধ, ধরাপড়া, হস্তধৃত, আবদ্ধ, পরাভূত ২৬:৬১
دَرَاهِمُ و دِرْهَمٌ <درهم এক দিরহাম = ২.৯৭ গ্রাম রূপা, রৌপ্যমুদ্রা, রূপার টাকা, মুদ্রা ১২:২০
دَرَى [ض] <دري জানা, অবগত হওয়া, জানতে পারা, খবর রাখা, উপলব্ধি করা, ধারণা করা ৬৫:১
أَدْرَى জানানো, অবগত করা, অবহিত করা, জানতে দেওয়া, জ্ঞাপন করা, খবর দেওয়া, ধারণা দেওয়া ৬৯:৩
دُسُرٌ و دِسَارٌ <دسر পেরেক, পিন, কাঁটা, কীলক, খিল ৫৪:১৩
دَسَّ [ن]، دَسَّى <دسس মাটিতে গেড়ে দেওয়া, ঢোকানো, বসিয়ে দেওয়া, পুঁতে দেওয়া, প্রোথিত করা, কলুষিত করা ১৬:৫৯
دَسَّى <دسي মাটিতে গেড়ে দেওয়া, কলুষিত করা, পুঁতে ফেলা, বিভ্রান্ত করা ৯১:১০
دَعَّ [ن]، دَعًّا <دعع আঘাত করা, গলা ধাক্কানো, ধাক্ক দিয়ে তাড়ানো, বিতাড়িত করা, তাড়িয়ে নেওয়া ৫২:১৩
دَعَا [ن]، دُعَاءً، دَعْوَةٌ <دعو ডাকা, আহ্বান করা, সম্বোধন করা, আমন্ত্রণ করা, নিমন্ত্রণ করা, দাওয়াত করা, প্রার্থনা করা, ফরিয়াদ করা, দুয়া করা, চাওয়া, কামনা করা ২:১৮৬
ادَّعَى চাওয়া, ফরিয়াদ করা, দাবি করা, বাদী হওয়া, ইচ্ছা করা ৪১:৩১
دُعَاءٌ جل أَدْعِيَةٌ দুয়া, ডাক, আহ্বান, নিমন্ত্রণ, চাওয়া ২:১৮৬
دَاعِيٌ جل دُعَاةٌ আহ্বানকারী, প্রার্থী, আহ্বায়ক, প্রার্থনারত ২:১৮৬
الدَّعْوَى দাবি, চাহিদা, হাঁকডাক, চিৎকার, সম্ভাষণ ৭:৫
أَدْعِيَاءُ و دَعِيٌّ যাকে ছেলে ডাকা হয়েছে, পালকপুত্র, পৌষ্যপুত্র, পালিতপুত্র, বানানোছেলে ৩৩:৪
دِفْءٌ جل أَدْفَاءُ <دفأ শীতের পোশাক, শীতবস্ত্র, তাপ, উত্তাপ, উষ্ণতা, গরমি ১৬:৫
دَفَعَ [ف]، دَافَعَ، دَفْعٌ <دفع প্রতিহত করা, দফা করা, প্রতিরোধ করা, অপসারণ করা, দূর করা, নিয়ন্ত্রণ করা, অর্পণ করা, প্রদান করা, দেওয়া, দমন করণ, বাধাদান, নিবারণ ৪:৬
دافِعٌ প্রতিহতকারী, প্রতিরোধক, নিয়ন্ত্রক, অপসারণকারী, অর্পণকারী, প্রদানকারী, দমনকারী ৫২:৮
دافِقٌ <دفق বেগবান, প্রবাহমাণ, সবেগে নির্গত, সবেগে নিক্ষিপ্ত ৮৬:৬
دَكَّ [ن]، دَكًّا، دَكَّةٌ <دكك চুরমার করা, চূর্ণবিচূর্ণ করা, ভাঙচুর করা, ভেঙে ফেলা, গুড়িয়ে দেওয়া, বিধ্বস্ত করা, সমান করা, সমতল বানানো ৮৯:২১
دَكَّاءٌ جل دَكَّاوَاتٌ সমতল ভূমি, সমভূমি, বিধ্বস্ত, চুরমার, চূর্ণবিচূর্ণ ১৮:৯৮
دُلُوكٌ <دلك হেলে পড়া, ঢলে পড়া, ঢলা, হেরা, ঝুঁকে পড়া, ঝোঁকা ১৭:৭৮
دَلَّ [ن] <دلل পথ দেখানো, অবগত করা, নিদর্শন দেখানো, সন্ধান দেওয়া, নিয়ে যাওয়া, পৌঁছানো ২০:৪০
دَلِيلٌ جل أَدِلَّةٌ পথপ্রদর্শক, দিশারী, নিদর্শন, প্রমাণ ২৫:৪৫
دَلَّى، أَدْلَى <دلو ঝুলিয়ে দেওয়া, নামানো, নামিয়ে দেওয়া, ফেলা, কথা বলে ফেলা, কথা পাড়া, মিথ্যামামলা করা ২:১৮৮
تَدَلَّي ঝুঁকা, আকৃষ্ট হওয়া, নামা, নেমে আসা, নিকটবর্তী হওয়া, কাছে আসা ৫৩:৮
دَلْوٌ جل دِلَاءٌ বালতি, কুপের বালতি, ঝুলন্ত বালতি ১২:১৯
دَمْدَمَ <دمدم ধ্বংস করা, ধ্বংসলীলা চালানো, ঝাঁপিয়ে পড়া, আগ্রাসন চালানো ৯১:১৪
دَمَّرَ، تَدْمِيْرًا <دمر ধ্বংস করা, বিলুপ্ত করা, বিনাশ করা, নিপাত করা, উচ্ছেদ করা, ধ্বংসলীলা চালানো, ঝাঁপিয়ে পড়া, আগ্রাসন চালানো ১৭:১৬
دَمْعٌ جل دُمُوْعٌ <دمع চোখের পানি, অশ্রু, অশ্রুজল, নয়নজল, আঁসু ৫:৮৩
دَمَغَ [ف] <دمغ আঘাতে মগজ বের করা, ভীষণ আঘাত করা, প্রচণ্ড প্রহার করা, মাথা গুড়িয়ে দেওয়া, মস্তক ভেঙে চূর্ণ করা ২১:১৮
دَمٌ ج دِمَاءٌ <دمو রক্ত, শোনিত, রুধির, লোহু, খুন ২:৩০
دِينَارٌ جل دَنَانِيْرُ <دنر এক দিনার = ৪.২৫ গ্রাম স্বর্ণ, স্বর্ণমুদ্রা, স্বর্ণের টাকা, মোহর, আশরাফি, মুদ্রা ৩:৭৫
دَنَا [ن] <دنو নিকটবর্তী হওয়া, কাছে আসা, সংলগ্ন হওয়া, লাগালাগি হওয়া ৫৩:৮
أَدْنَى নিকটে টানা, মুড়িয়ে নেওয়া, মুড়ি দেওয়া, ঝুলিয়ে দেওয়া ৩৩:৫৯
دَانٍ مث دَانِيَةٌ নিকটবর্তী, সংলগ্ন, ঝুলন্ত ৫৫:৫৪
الأدْنَي নিকটতম, অধিক নিকটবর্তী, ছোট, কমা, নিম্নমানের, নিকৃষ্টতম ২:৬১
الدُنْيا جل دُنًى নিকটবর্তী স্থান, নিকৃষ্টস্থান, দুনিয়া, পৃথিবী, ইহলোক, বিশ্বজত, জাহান, বসুন্ধরা, ধরণী, অবনী, মেদিনী, সৃষ্টিতল, মাটি, জমিন, পার্থিব, ইহলৌকিক, ইহকালীন ২:৮৫
دَاوُدُ <دود দাউদ আলাইহিস সালাম ২:২৫১
دَارَ [ن] <دور চোখ পাকানো, ঘুরানো, উল্টানো, বিষ্ফারিত হওয়া ৩৩:১৯