কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
যাকাত বিধানের সারসংক্ষেপ সদকা সংশ্লিষ্ট মাসআলা ও বিধি-বিধান ইসলামহাউজ.কম
৮. হালাল ও পবিত্র সম্পদ থেকে সদকা করা:
সদকা যদি হালাল মাল থেকে হয়, আশা করা যায় আল্লাহ গ্রহণ করবেন। কারণ, তিনি হারাম মালের সদকা গ্রহণ করনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«إنَّ الله طَيِّبٌ لا يقبلُ إلا طيباً».
“নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত গ্রহণ করেন না”।[1]
[1] সহীহ মুসলিম, হাদীস নং ২৩৯৩।