যাকাত বিধানের সারসংক্ষেপ সদকা সংশ্লিষ্ট মাসআলা ও বিধি-বিধান ইসলামহাউজ.কম
৭. কম বা বেশি সদকা করা:

আল্লাহ তা‘আলা কারও সদকা তুচ্ছ জ্ঞান করেন না, যদিও সদকার পরিমাণ কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«اتقوا النار ولو بِشِقّ تمرة».

“একটি খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচ”।[1] অনুরূপ সদকার পরিমাণ কম হলে কাউকে তিরস্কার করা বৈধ নয়। আবার কেউ বেশি সদকা করলে তাকে রিয়ার দোষে দুষ্ট জ্ঞান করা যাবে না।

>
[1] সহীহ বুখারী ও সহীহ মুসলিম।