কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
চার ইমামের আকীদাহ (আবূ হানীফা, মালেক, শাফে‘ঈ ও আহমাদ ইবন হাম্বল) প্রশ্ন ও উত্তর ইসলামহাউজ.কম
প্রশ্ন: যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, কবর যিয়ারতের সময় কি বলবে?
উত্তর: বল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথীদের কবর যিয়ারতের সময় যা বলার নির্দেশনা দিয়েছেন তাই বলবো, السلام عليكم دار قوم مؤمنين وأتاكم ما توعدون غداً مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون “হে মুমিন-মুসলিম কবরবাসীগণ! আপনাদের ওপর সালাম। তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল তা তোমাদের নিকট এসে গেছে। কিয়ামত পর্যন্ত তোমরা অবকাশে থাক। ইনশাআল্লাহ অবশ্যই আমরা তোমাদের সাথে মিলিত হবো। হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। অতঃপর আল্লাহর নিকট তাদের জন্য রহমত, মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির এবং আরো অন্যান্য ভালো দু‘আ করবো।