ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
শারহুল আক্বীদা আত্-ত্বহাবীয়া ৪৫. আর নাবী (ﷺ) এর শাফা‘আত সত্য। যা তিনি উম্মতের জন্য সংরক্ষিত রেখেছেন। যেমনটি বিভিন্ন হাদীছে বর্ণিত হয়েছে (وَالشَّفَاعَةُ الَّتِي ادَّخَرَهَا لَهُمْ حَقٌّ كَمَا رُوِيَ فِي الْأَخْبَارِ) ইমাম ইবনে আবীল ইয আল-হানাফী (রহিমাহুল্লাহ)
আর নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফা‘আত সত্য। যা তিনি উম্মতের জন্য সংরক্ষিত রেখেছেন। যেমনটি বিভিন্ন হাদীছে বর্ণিত হয়েছে।
ইমাম ত্বহাবী রহিমাহুল্লাহ বলেন,
وَالشَّفَاعَةُ الَّتِي ادَّخَرَهَا لَهُمْ حَقٌّ كَمَا رُوِيَ فِي الْأَخْبَارِ
‘‘আর নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফা‘আত সত্য। যা তিনি উম্মতের জন্য সংরক্ষিত রেখেছেন। যেমনটি বিভিন্ন হাদীছে বর্ণিত হয়েছে।
.....................................................................
ব্যাখ্যা: শাফা‘আত কয়েক প্রকার। এগুলোর মধ্য থেকে কতিপয় শাফাআতের ব্যাপারে উম্মত ঐকমত্য পোষণ করেছে। আর কতিপয়ের ব্যাপারে মুতাযেলা সম্প্রদায় এবং তাদের অনুরূপ অন্যান্য সম্প্রদায় ভিন্নমত পোষণ করেছে।