ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
وجوب قراءة (الفاتحة) في كل ركعة প্ৰত্যেক রাকাআতে সূরা ফাতিহা পাঠ ফরয
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছলাতে ক্ৰটিকারীকে প্রত্যেক রাকাআতে সূরা ফাতিহা পাঠের নির্দেশ দিয়েছেন। কেননা তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে প্রথম রাকাআতে সূরা ফাতিহা পাঠের নির্দেশ দান পুর্বক[1] বলেনঃ
ثم افعل ذلك في صلاتك كلها وفي رواية في كل ركعة وقال : في كل ركعة قراءة
তুমি তোমার প্রত্যেক ছালাতেই এমনটি করবে।[2] অপর বর্ণনায় এসেছে প্ৰত্যেক রাকআতেই এমনটি করবে।[3] তিনি আরো বলেনঃ প্ৰত্যেক রাকআতেই কিরাআত রয়েছে।[4]
[1] শক্তিশালী সনদে আবু দাউদ ও আহমাদ।
[2] বুখারী ও মুসলিম।
[3] উত্তম সনদে আহমাদ।
[4] ইবনু মাজাহ, ইবনু হিব্বান স্বীয় ‘ছহীহ’তে ও আহমাদ “মাসাইলু ইবনি হা-নী” তে (১/৫২), জাবির (রাযিঃ) বলেনঃ যে সূরা ফাতিহা ব্যতীত কোন রাকাআত পড়ল সে যেন ছালাতই পড়েনি। তবে ইমামের পিছনে হলে সে কথা স্বতন্ত্র। মালিক আল-মুয়াত্তা গ্রন্থে।
[2] বুখারী ও মুসলিম।
[3] উত্তম সনদে আহমাদ।
[4] ইবনু মাজাহ, ইবনু হিব্বান স্বীয় ‘ছহীহ’তে ও আহমাদ “মাসাইলু ইবনি হা-নী” তে (১/৫২), জাবির (রাযিঃ) বলেনঃ যে সূরা ফাতিহা ব্যতীত কোন রাকাআত পড়ল সে যেন ছালাতই পড়েনি। তবে ইমামের পিছনে হলে সে কথা স্বতন্ত্র। মালিক আল-মুয়াত্তা গ্রন্থে।