ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
ইসলামী জীবন-ধারা সালামের আদব আবদুল হামীদ ফাইযী
কুরআন পাঠরত ব্যক্তিকে সালাম দেওয়া

কুরআন পাঠরত ব্যক্তিকেও সালাম দেওয়া বৈধ এবং পাঠকারীর জন্য পাঠ বন্ধ করে সালামের জবাব দেওয়া ওয়াজেব।[1]

প্রকাশ থাকে যে, পানাহাররত কোন ব্যক্তিকে সালাম দেওয়া অবিধেয় বা নিষিদ্ধ অথবা মাকরূহ নয়। যেমন পানাহার করা অবস্থাতেও সালামের উত্তর দেওয়া ওয়াজেব।

[1]. ফাতাওয়াল লাজনাতিদ দায়েমাহ ৪/৮৩