ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইসলামী জীবন-ধারা রাস্তার আদব আবদুল হামীদ ফাইযী
পথে পেশাব-পায়খানা করবেন না
কারণ, এ কাজে সাধারণ পথিক কষ্ট পায় এবং তাতে প্রকাশ্যে বা মনে মনে গালি দিয়ে থাকে। আর তাই এ কাজ হল অভিশাপ আনয়নকারী।
আল্লাহর রাসুল (ﷺ) বলেন, ‘‘তোমরা তিনটি অভিশাপ আনয়নকারী কর্ম থেকে বাঁচ; আর তা হল, ঘাটে, মাঝ-রাস্তায় এবং ছায়ায় পায়খানা করা।’’[1]
রাসুল (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তি রাস্তার ব্যাপারে মুসলিমদেরকে কষ্ট দেয়, সে ব্যক্তির উপরে তাদের অভিশাপ অনিবার্য হয়ে যায়।’’[2]
অনুরূপভাবে আপনি নিজেও বাড়ির নোংরা ফেলে রাস্তা নোংরা করবেন না এবং কোন কষ্টদায়ক বস্ত্ত নিক্ষেপ করবেন না। নচেৎ আপনিও হবেন অভিশপ্ত।
[1]. আবূ দাউদ, ইবনে মাজাহ, সহীহ তারগীব ১৪১
[2]. ত্বাবারানী কাবীর, সহীহ তারগীব ১৪৩
[2]. ত্বাবারানী কাবীর, সহীহ তারগীব ১৪৩