ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইসলামী জীবন-ধারা চলন ও আরোহণের আদব আবদুল হামীদ ফাইযী
কখনো কখনো খালি পায়ে চলা উত্তম
ফুযালা বিন উবাইদ বলেন, রসূল (ﷺ) আমাদেরকে মাঝে মাঝে খালি পায়ে চলতে আদেশ করতেন।[1]
মাঝে-মধ্যে বিশেষ করে সবুজ ঘাসের উপর খালি পায়ে চলার উপকারিতার কথা আজ বিজ্ঞানও শিকার করে। তাছাড়া সর্বদা জুতা পড়ে থেকে মানুষের মাঝে যে একটা বিলাসিতার অভ্যাস গড়ে ওঠে, তা মাঝে-মধ্যে খালি পায়ে চলে দূর করা যায় এবং তাতে মনের মাঝে বিনয়ভাব সৃষ্টি করে।
[1]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ২৩৪৪৯, আবূ দাঊদ হা/৪১৬০