ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
লা-তাহযান [হতাশ হবেন না] লা-তাহযান - অনুচ্ছেদ সূচি ড. আয়িদ আল করনী
২৫৪. সন্তুষ্টির ফল কৃতজ্ঞতা (শুকরিয়া)
অল্পে তুষ্টি শুকরিয়া আদায়ের পথে পরিচালিত করে, শুকরিয়া হলো ঈমানের সর্বোচ্চ পর্যায়ের। আসলে এটাই ঈমানের আসল রূপ। দ্বীনদারির (ধাৰ্মিকতার) বিভিন্ন পর্যায়ের সর্বোচ্চ শিখা বা চূড়া আল্লাহর শুকরিয়া আদায়, যে ব্যক্তি আল্লাহর করুণা, শাসন, বিধান, তার দান ও তার ছিনিয়ে নেয়ার প্রতি সন্তুষ্ট নয় সে তার প্রতি কৃতজ্ঞ (শুকরগুজার) নয়। প্রকৃতপক্ষে কৃতজ্ঞ লোকেরাই সর্বাপেক্ষ ধন্য ও সমৃদ্ধ লোক।