ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
হজ উমরা ও যিয়ারত তৃতীয় অধ্যায় : ইহরাম, হজ-উমরার শুরু ইসলামহাউজ.কম
মহিলাদের জন্য নিষিদ্ধ বিষয়গুলো
মহিলারা তাদের মাথা আবৃত রাখবে। তাছাড়া তারা ইহরাম অবস্থায় যেকোনো ধরনের পোশাকই পরতে পারবে। তবে অত্যধিক সাজ-সজ্জা করবে না। ইহরাম অবস্থায় তাদের জন্য যা নিষিদ্ধ তা হচ্ছে,
- হাত মোজা ব্যবহার করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«وَلاَ تَلْبَسِ الْقُفَّازَيْنِ».
‘আর মহিলারা হাত মোজা পরবে না।’[1]
- নেকাব পরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«وَلاَ تَنْتَقِبِ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ »
‘আর মুহরিম মহিলারা নেকাব পরবে না।’[2] অর্থাৎ এমনভাবে মুখ ঢাকবে যাতে সহজেই সে আবরণ উঠানো যায় এবং নামানো যায়। পর পুরুষের সামনে মুখ ঢেকে রাখবে। কারণ, মাহরাম ছাড়া পর-পুরুষের সামনে মুখমণ্ডল উন্মুক্ত করা মহিলাদের জন্য বৈধ নয়।
[1]. বুখারী : ১৮৩৮।
[2]. বুখারী : ১৮৩৮।
[2]. বুখারী : ১৮৩৮।