ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইসলামী জীবন-ধারা পেশাব-পায়খানার আদব আবদুল হামীদ ফাইযী
১২। পেশাব-পায়খানা ঘরে প্রবেশ করার সয়ম বাম পা আগে বাড়ানো এবং সেখান হতে বের হওয়ার সময় ডান পা আগে বের করা বিধেয় হওয়ার কোন দলীল নেই
অবশ্য কিয়াস ব্যবহার করে অনেকে এটিকে বিধেয় মনে করেন। যেহেতু ভালো জায়গা মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে বাড়াতে হয় এবং সেখান হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করতে হয়। সুতরাং খারাপ জায়গায় প্রবেশ ও সেখান হতে বের হওয়ার সময় তার বিপরীত হওয়াই বাঞ্ছনীয়।[1]
[1]. আল-মুমতে’ ১/৮৫