ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   নবীদের কাহিনী  নবী চরিত   ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব          
      
   
     কুরআনের মু‘জেযা হওয়ার প্রমাণ সমূহ- ৮. কুরআনের আহবান সমগ্র মানব জাতির প্রতি (دعوة القرآن إلى الإنسان عاما)      
      
   
      তওরাত, যবূর, ইনজীল প্রভৃতি কিতাবের আহবান ছিল কেবল বনু ইস্রাঈল গোত্রের প্রতি। কিন্তু কুরআনের আহবান জিন-ইনসান তথা সকল সৃষ্টিজগতের প্রতি। আল্লাহ বলেন, إِنْ هُوَ إِلاَّ ذِكْرٌ وَقُرْآنٌ مُبِيْنٌ، لِيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ ‘এটা তো উপদেশ ও প্রকাশ্য কুরআন’। ‘যাতে তিনি সতর্ক করেন জীবিতদেরকে এবং যাতে অবিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়’ (ইয়াসীন ৩৬/৬৯-৭০)।