ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
হাদীসের নামে জালিয়াতি শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
২৪. পাগড়ীর নামাযে ১০,০০০ নেকি
আনাস ইবনু মালিকের (রা:) সূত্রে প্রচার করেছে মিথ্যাবাদীরা:
اَلصَّلاَةُ فِيْ الْعِمَامَةِ بِعَشَرَةِ آَلاَفِ حَسَنَةٍ
‘‘পাগড়ীসহ নামাযে দশহাজার নেকী রয়েছে।’’[1]
এভাবে মুহাদ্দিসগণ একমত যে, ‘পাগড়ী পরে নামায আদায়ের ফযীলতে’ যা কিছু বর্ণিত হয়েছে সবই জাল ও বানোয়াট কথা।
[1] সাখাবী, আল-মাকাসিদ, পৃ: ২৯৮; মোল্লা আলী কারী, আল-আসরার, পৃ: ১৪৭, নং ৫৬১-৫৬৪; আল-মাসনূ‘য়, পৃ: ৮৭-৮৮, নং ১৭৭; যারকানী, মুখতাসারুল মাকাসিদ, পৃ: ১২৫, নং ৫৮৪, ৫৮৫; আজলূনী, কাশফুল খাফা ২/৩৩, ৯৫।