ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হাদীসের নামে জালিয়াতি  শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৬. পাগড়ীর দৈর্ঘ্য      
      
   
      পাগড়ী কত হাত লম্বা হবে বা পাগড়ীর দৈর্ঘ্যের বিষয়ে সুন্নাত কী? এ বিষয়ে অনেক কথা প্রচলিত আছে। সবই ভিত্তিহীন বা আন্দায কথা। রাসূলুল্লাহ (ﷺ)-এর পাগড়ীর দৈর্ঘ্য কত ছিল তা কোনো হাদীসে বর্ণিত হয় নি।[1]
 [1] আযীমাবাদী, আউনুল মা’বুদ ১১/৮৯; মুবারাকপূরী, তুহফাতুল আহওয়াযী ৫/৩৩৮।