ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হাদীসের নামে জালিয়াতি  মৃত্যু, জানাযা, দুআ, যিকর ইত্যাদি   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ১৭. কবরের কাছে দান-সাদকা করা      
      
   
      হাদীস শরীফে সন্তানকে তার মৃত পিতামাতার জন্য দান-সাদকা করতে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এ দান কবরের নিকট করলে কোনো অতিরিক্ত সাওয়াব বা সুবিধা আছে বলে কোনো হাদীসে কোনোভাবে বর্ণিত হয় নি। বিশ্বের যে কোনো স্থান থেকে দান করার একই অবস্থা।