ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হাদীসের নামে জালিয়াতি  রাসূলুল্লাহ (ﷺ) বিষয়ক জাল হাদীস   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ১১. আল্লাহর মুখমণ্ডলের নূরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সৃষ্টি      
      
   
      নূর মুহাম্মাদী বিষয়ক সম্পূর্ণ সনদবিহীন একটি জাল কথা:
خَلَقْتُ مُحَمَّداً مِنْ نُوْرِ وَجْهِيْ
‘‘আমি মুহাম্মাদকে আমার মুখমণ্ডলের নূর থেকে সৃষ্টি করেছি।’’[1]
 [1] সিররুল আসরার, পৃ. ১০।