ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল দ্বাদশ অধ্যায়- ঈদ ও তার বিভিন্ন আহকাম আবদুল হামীদ ফাইযী
খুতবা কি দিয়ে শুরু হবে?
মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তাঁর সমস্ত খুতবা ‘আল-হামদু লিল্লাহি---’ দিয়ে শুরু করতেন। কোন একটি হাদীস দ্বারা এ কথা সংরক্ষিত নেই যে, তিনি তাঁর উভয় ঈদের খুতবা তকবীর দিয়ে শুরু করতেন।[1]
[1] (মাজমূ’ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ ২২/৩৯৩, যামাঃ ১/৪৪৭ দ্রঃ)