ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল নবম অধ্যায় - যাতে রোযা নষ্ট ও বাতিল হয় আবদুল হামীদ ফাইযী
৬। মহিলার মাসিক অথবা নিফাস শুরু হওয়া
মহিলার মাসিক অথবা নিফাসের খুন বের হতে শুরু হলে তার রোযা নষ্ট হয়ে যায়। যদি সূর্য অস্ত যাওয়ার সামান্য ক্ষণ পূর্বে খুন দেখা দেয়, তাহলে তার ঐ দিনের রোযা বাতিল এবং সূর্য অস্ত যাওয়ার সামান্য ক্ষণ পরে দেখা দিলে তার ঐ দিনের রোযা শুদ্ধ।[1]
[1] (সামানিয়া ওয়া আরবাঊন সুআলান ফিস্-সিয়াম ১৫পৃঃ)