ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   মুখতাসার যাদুল মা‘আদ   অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন   ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)          
      
   
     ঘুম থেকে জেগে তিনি পাঠ করতেনঃ      
      
   
      الْحَمْدُ لِلهِ الَّذِى أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণঃ ‘আলহামদুলিল্লাহিল্লাযী আহ্ইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন্ নুশূর’
‘‘সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর (ঘুমের) পর জাগ্রত করেছেন। তাঁর দিকেই সকলকে একত্রিত হতে হবে’’।[1]
অতঃপর গ্রন্থকার এখানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পঠিতব্য অন্যান্য দু’আ, সলাত শুরু করার দু’আ, ঘর থেকে বের হওয়ার দু’আ, মসজিদে প্রবেশের দু’আ, সকাল-সন্ধ্যায় পড়ার দু’আ, কাপড় পরিধান করার দু’আ, ঘরে প্রবেশের দু’আ, টয়লেটে প্রবেশের দু’আ, ওযূর দু’আ, নতুন চাঁদ দেখার দু’আ, পানাহারের দু’আ এবং হাঁচি দেয়ার সময় পড়ার দু’আ বর্ণনা করেছেন।
 [1]. বুখারী, তাও.হা/৬৩১৪ ইফা. হা/৫৭৬২, আপ্র. হা/৫৮৬৯, আবু দাউদ, আলএ্র,  হা/৫০৪৯, সহীহ ইবনে মাযাহ, মাশা. হা/৩৮৭০, তিরমিযী, মাপ্র. হা/৩৪১৭, মিশকাত, মাশা. হা/২৩৮২