ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
মুখতাসার যাদুল মা‘আদ অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
যাকাতের ক্ষেত্রে নাবী (সাঃ) এর আদর্শ
নাবী (ﷺ) উম্মাতের জন্য একটি পরিপূর্ণ যাকাত ব্যবস্থা পেশ করেছেন। যাকাতের সময়, পরিমাণ, নেসাব, যাদের উপর তা ফরজ, যারা এর হকদার ইত্যাদি বিষয় সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। তিনি এতে ধনী ও দরিদ্র উভয় শ্রেণীর স্বার্থের প্রতি পূর্ণ খেয়াল রেখেছেন। আল্লাহ্ তা‘আলা সম্পদশালী ও তার সম্পদকে পবিত্র করার জন্যই যাকাত ফরয করেছেন। এর মাধ্যমে তিনি ধনীদের নিয়ামাতকে হেফাজত করেছেন। যে ব্যক্তি মালের যাকাত আদায় করে সে নিয়ামাতশূণ্য হওয়া থেকে নিরাপদ থাকে এবং তার মালে বরকত হয় ও তা বৃদ্ধিপ্রাপ্ত হয়।