ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
হজ্জ, উমরা ও যিয়ারত গাইড ১০ জিলহজ্জের আমলসমূহ ইসলামহাউজ.কম
হজ্জের হাদী ব্যতীত অন্য কোনো কোরবানি করতে হবে কি- না?
বিজ্ঞ ওলামাগণ হজ্জের হাদী উভয়টার জন্যই যথেষ্ট হবে বলে মতামত ব্যক্ত করেছেন। ইমাম আবু হানিফা (রহ.) হাজি যদি মুকিম হয়ে যায় এবং নেসাবের মালিক হয় তবে তার উপর ভিন্নভাবে কোরবানি করা ওয়াজিব বলে মতামত ব্যক্ত করেছেন। তবে হাজি মুকিম না মুসাফির, এ নিয়েও একটা বিতর্ক আছে।