ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়]  গৃহপালিত পশুর যাকাত   শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন          
      
   
     ছাগলের যাকাত      
      
   
      নিম্নের ছকে ছাগলের যাকাতের নিছাব, সংখ্যা ও যাকাতের পরিমাণ বর্ণনা করা হল :
| নিছাব | সংখ্যা | যাকাতের পরিমাণ | |
| ৪০ টি (এর কম হলে যাকাত ফরয নয়)। | থেকে | পর্যন্ত | |
| ৪০ | ১২০ | ১ টি ছাগল | |
| ১২১ | ২০০ | ২ টি ছাগল | |
| ২০১ | ৩০০ | ৩ টি ছাগল | |
বি : দ্র : এর পরে প্রত্যেক একশত ছাগলে একটি করে ছাগল যাকাত দিতে হবে।